রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২২ ১২:৩১ : অপরাহ্ণ
দুই ফেভারিট দলের লড়াই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি।
বিশ্বকাপের আগে এমন গুরুত্বপূর্ণ সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। দারুণ উত্তেজনায় ভরা ম্যাচে বাবর আজমের দল জিতেছে পাঁচ উইকেট।
স্বাগতিক নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৬৩ রান গড়ে। জবাবে পাকিস্তান রিজওয়ান ও নাওয়াজের ব্যাটে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে।
হাগলি ওভালে আজ শুক্রবার টস জিতে প্রথমে বোলিংয়ে নামে পাকিস্তান। তাদের এই পরিকল্পনা সফল হয়েছে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে খুব বড় সংগ্রহ গড়তে দেয়নি।
ম্যাচে শুরুতেই সাফল্য পায় পাবকিস্তান নাসিম শাহর হাত ধরে। ফিন এলেনকে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে। পরে ডেভন কনওয়েকে ফেরান হারিস রউফ।
মোহাম্মদ নাওয়াজ দ্বিতীয় শিকার বানান গ্লেন ফিলিপসকে (২৯)। অধিনায়ক কেন উইলিয়ামসন বেশ দৃঢ়তা দেখান। তিনি ৩৮ বলে ৫৯ রান করেন। শেষ ৫ ওভারে খুব একটা সাফল্য পায়নি নিউজিল্যান্ড, তাই বেশিদূর এগুতে পারেনি।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায়। সেই অবস্থা থেকে দলকে জয়ের পথ দেখান রিজওয়ান ও নাওয়াজ। রিজওয়ান ২৯ বলে ৩৪ রান এবং নাওয়াজ ২২ বলের ৩৮ রান করেন।
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে জয়ের অন্যতম নায়ক নাওয়াজ এদিন বেশ উজ্জ্বল ছিলেন। তাই দলও সাফল্য পায়।
এই সিরিজে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। তাই ফাইনালেও উঠতে পারেনি লাল-সবুজের দল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৩/৭ (অ্যালেন ১২, কনওয়ে ১৪, উইলিয়ামসন ৫৯, ফিলিপস ২৯, চ্যাপম্যান ২৫, নিশাম ১৭ ; নাসিম ৪-০-৩৮-২, রউফ ৪-০-২২-২, শাদাব ৪-০-৩০-১, নাওয়াজ ৪-০-৩৩-১)।
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৬৮/৫ (রিজওয়ান ৩৪, বাবর ১৫, মাসুম ১৯, নাওয়াজ ৩৮*, হায়দার ৩১, ইফতিখার ২৫*; সাউদি ৪-০-৩৩-১, ব্রেসওয়েল ৪-০-১৪-২, টিকনার ৩.৩-০-৩৩-১, সোধি ৪-০-৫৮-১)।
ফল: পাকিস্তান পাঁচ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।
ম্যান অব দ্য সিরিজ: মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)।