বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপির সমাবেশে ১ লাখ লোক হয়েছে, আ.লীগ করলে ১০ লাখ হবে: কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ অক্টোবর, ২০২২ ৯:৪৬ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঘোষণা তো শুনলাম। কত হাঁকডাক। ১০ লাখ লোক হবে। শেষ পর্যন্ত কত লোক হলো? লাখের কাছাকাছি। চট্টগ্রামে যদি আমরা ঘোষণা দিই ১০ লাখ লোক হবে, শেখ হাসিনার উপস্থিতিতে তাই হবে।’

আজ বৃহস্পতিবার ঢাকা নগর পরিবহনের দু‌টি রু‌টে বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিভাগেই বিএনপির ১০ লাখ লোকের সমাবেশ করার সামর্থ্য নেই, ঢাকাতেও না। তাদের জনসমাবেশে তাদের নেতা-কর্মীরাই আসেনি। বিএনপির প্রতি নেতা-কর্মীদেরই বিশ্বাস নেই।’

আরও পড়ুন: চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে লাখো মানুষের ঢল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কি দেখার মতো, চোখে পড়ার মতো কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পেরেছে? এটা তাদের দলের ও নেতা-কর্মীদের ব্যর্থতা।’

সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি, তাই সরকারের কাছে মামলা প্রত্যাহারের দাবির কোনো যুক্তি নেই-এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা অনেক উদারতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর উদারতার জন্যই বেগম জিয়ার দণ্ড স্থগিত রাখা হয়েছে। বার বার তার মেয়াদ বাড়ানো হয়েছে। কেন মামলা প্রত্যাহার করব? মামলা কি শেখ হাসিনা করেছেন? মামলা কি আওয়ামী লীগ করেছে? যারা মামলা করেছে তাদের কাছে গিয়ে বলুন মামলা প্রত্যাহার করতে। অথবা আদালতকে বলুন।’

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার দাবি বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আপনাদের নেতা তো রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আগে তাকে তার মুচলেকা প্রত্যাহার করতে বলুন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দিন তারিখ ঠিক করেন, রাজপথেই মোকাবিলা করা হবে। তবে লাঠিসোটা নয়, শান্তিপূর্ণভাবে আন্দোলনে আসুন।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর