বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে লাখো মানুষের ঢল

র‌্যাব নয়, নিষেধাজ্ঞা দিতে হবে হাসিনার সরকারকে: মির্জা ফখরুল


চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির গণসমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১২ অক্টোবর, ২০২২ ৭:১৯ : অপরাহ্ণ

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বিএনপির গণসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে একহাত নিয়েছেন।

সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘র‌্যাবকে নিষেধাজ্ঞা দিয়ে হবে না, নিষেধাজ্ঞা দিতে হবে হাসিনার সরকারকে। কারণ হাসিনার সরকারের নির্দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে।’

আজ বুধবার বিকেলে চট্টগ্রামে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় এই সমাবেশের আয়োজন করা হয়।

এই সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল গুম প্রসঙ্গে সরকারকে কটাক্ষ করে বলেন, ‘উনারা নাকি কিছু জানেন না। গুম কে হয়েছে তাও বলতে পারেন না। কয়েকদিন আগে অনেকে বলেছেন, যারা পালিয়ে যাচ্ছিলো, ভূমধ্যসাগরে তারা নাকি ডুবে গেছে। অনেকে বলেন যে, নিজেরা লুকিয়ে আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশে এসে পরিষ্কার করে বলেছিলেন, এখানে গুম হয়। কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৪ পৃষ্টার যে রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার নেই। এখানে গুম হয়, খুন হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় এবং এখানে বিচার বিভাগও স্বাধীন নয়।’

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মির্জা ফখরুল বলেন, ‘‘এমন একটা নির্বাচন কমিশন গঠন করছে, যাদেরকে ডিসি-এসপিরাই মানে না। কয়েকদিন আগে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি-এসপিদের মিটিং হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার তাদের বলেছিলেন, ‘নির্বাচন ঠিক করে করবেন।’ ডিসি-এসপিরা বলেছে, ‘আমরা আপনার কথা মানি না, আমরা শেখ হাসিনার কথা মানি।’’

এ সময় বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, ‘তাদেরকে (নির্বাচন কমিশন) দিয়ে আপনি নির্বাচন করবেন?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনি মানুষকে বলেছেন কম খান। কম বিদ্যুৎ জ্বালান। সামনে দেশে দুর্ভিক্ষ হবে। তাহলে আপনি আছেন কেন ? এখনই ক্ষমতা ছাড়েন। নইলে পালানোর পথ পাবেন না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, ১০ টাকায় চাল পাওয়া যাবে। আজকে চালের দাম ৭০ টাকা। সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। এখন আবার বলছেন বিদ্যুতের দাম বাড়াবেন। এর আগে তারা তেল-গ্যাস-পানির দাম বাড়িয়েছেন। বাড়ানোর একটাই কারণ, শুধু লুট করা ও টাকা পাচার করা। কানাডা ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাতে তারা এসব লুটতরাজ চালিয়ে যাচ্ছেন।’

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে লাখো মানুষের ঢল

সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আজকের সমাবেশে আসার সময় আওয়ামী লীগ হামলা করেছে, গাড়ি ভেঙেছে। কিন্তু তারপরও তারা লোক সমাগম ঠেকাতে পারেনি। ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না।’

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সংসদ বিলুপ্ত করুন। নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুন। সেই সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আজ-কাল-পরশু নয়, এখনই পদত্যাগ করুন। না হলে আপনারা পালাবার পথও খুঁজে পাবেন না।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর