বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

এবার চুয়াডাঙ্গায় আরেক বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ অক্টোবর, ২০২২ ২:২১ : অপরাহ্ণ

সাতক্ষীরার পর এবার চুয়াডাঙ্গা সীমান্তে আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রোববার ভোর আনুমা‌নিক ৫ টার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাজ হো‌সেন (৩২) দামুড়হুদা উপ‌জেলার সীমান্তবর্তী বড়দল‌দিয়া গ্রা‌মের নজরুল ইসলা‌মের ছে‌লে।

বাংলা‌দেশ সীমা‌ন্তের ৮২নং মেইন পিলা‌রের বিপরী‌তে ভার‌তের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা ক‌য়েক রাউন্ড গু‌লি কর‌লে সে নিহত হয়। নিহত যুবক একজন গরু ব্যবসায়ী ছিলেন ব‌লে জা‌নান স্থানীয়রা।

জানা যায়, সকালে ভারত সীমান্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা। সকাল ১০টার দি‌কে নিহত যুব‌কের লাশ নি‌য়ে যায় বি‌এসএফ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বি‌জি‌বির প‌রিচালক শাহ মো. ইশ‌তিয়াক (‌পিএস‌সি) বলেন, পতাকা বৈঠ‌ক ও লাশ ফেরত চে‌য়ে পত্র দেওয়া হ‌য়ে‌ছে।

এর আগে আজ ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় ‌বিএসএফের গুলিতে মো. হাসানুর রহমান (২৫) নামে আরও এক যুবক নিহত হন।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর