মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারের স্মরণসভায় ছাত্রলীগের হামলা


আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় হামলা করে ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ৭ অক্টোবর ২০২২, ৪:৩৩ অপরাহ্ণ

ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ হামলার ঘটনা ঘটে।

আবরার ফাহাদ হত্যার তৃতীয় বছরে এ স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেই সমাবেশে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অন্তত ১০ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর