শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৩৩


প্রতিনিধি, টেকনাফ প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ
ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধারকৃতররা: ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল। আরও অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু। তবে সাগর থেকে সাঁতার কেটে যারা তীরে ফিরে এসেছেন তাদের কোস্টগার্ড ও পুলিশ আটক করেছে। এ সময় চারজন দালালকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, তারা মূলত ট্রলারে করে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ডুবে গেলে তারা কূলে সাঁতরে আসে। ভেসে আসা সবাই বালুখালী, কুতুপালং ও হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখাল, বান্নাপাড়া ও হলবনিয়ায় রয়েছেন।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, এসব মানব পাচারের সঙ্গে কারা জড়িত তাদের বিষয়ে অভিযান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক নিহত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর