বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমলো



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ অক্টোবর, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমছে। খোলা সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি ১৭ টাকা।

আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।

আজ সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডলারের মূল্যবৃদ্ধি বিষয়ে ও এলসি খোলার জটিলতা নিয়ে আলোচনা শেষে এবং ভোক্তাদের সুবিধার্থে ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানো হয়েছে।

নতুর দর অনুযায়ী, এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। ৫ লিটারের দাম পড়বে ৮৮০ টাকা।
আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম পড়বে ১৫৮ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গেল ২৩ আগস্ট বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ এবং ৫ লিটারের বোতলের দাম ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর