শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

চিকিৎসায় নোবেল পেলেন সুইডেনের জিনবিজ্ঞানী সভান্তে পাবো


সুইডেনের জিনবিজ্ঞানী সভান্তে পাবো। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ অক্টোবর, ২০২২ ৩:৫৪ : অপরাহ্ণ

চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সভান্তে পাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম ও মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টার দিকে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

পুরস্কারের অর্থমূল্য বাবদ তিনি পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার (৯ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৭৬ টাকা)।

পুরস্কারের ঘোষণার পর নোবেল প্রাইজ কমিটির ফেসবুক পেজে বলা হয়েছে, মানব সভ্যতার উৎপত্তি সম্পর্কে জানতে চাওয়া সব সময়ই আমাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। আমাদের আগ্রহের বিষয় হলো কোথা থেকে এসেছি এবং আমাদের আগে যারা এসেছিল তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কী? হোমো সেপিয়েন্স কি অন্য হোমিনিনদের থেকে আলাদা? সভান্তে পাবোর গবেষণায় এ বিষয়ে আপাতদৃষ্টিতে অসম্ভব কিছু অর্জন রয়েছে।

এর আগে, গত বছর তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস।

আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।

চলতি বছরের নোবেল শান্তি ‍পুরস্কার আগামী শুক্রবার এবং ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের পর্দা নামবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর