নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২২ ১:০২ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে র্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলবো, র্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র্যাবকে সংস্কার করতে হবে। আমাদের আগে থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।’
গত বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, তবে সংস্কার হলে বিবেচনা করা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে। আমরা আশা করছি, র্যাবের আচরণ পরিবর্তন হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খুরশীদ হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র র্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরইমধ্যে আমরা সেসব বিষয়ে জবাব দিয়েছি। জবাব দেওয়ার পর তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।’
সম্প্রতি আরও কয়েকজন নিখোঁজ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘আপনি বলছেন এতো লোক আবার নেই। বলতে তো হবে তারা কারা? যুক্তরাষ্ট্র আমাদের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাদের বিষয়ে আমরা জানিয়েছে কে কোন অবস্থায় আছে। এটা সত্য কাজ করতে গেলে ভুলত্রুটি হতেই পারে, তবে দেখতে হবে সেটা কি আমি নিজের স্বার্থে করছি নাকি জনগণের স্বার্থে।’