বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ.লীগ ৩০ আসনও পাবে না: ফখরুল


গাজীপুরের কাপাসিয়ায় আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৫ : অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ঘাগটিয়া চালা ময়দানে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্’র ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতেই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দেখা গেছে, তাদের গুন্ডা বাহিনী অথবা পুলিশ বাহিনী দিয়ে জনগণকে ভোট দিতে বাধা দিয়েছে। অথবা আগের রাতেই ভোট দিয়ে জনগণের সঙ্গে প্রহসন করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুঝতে পেরেছেন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবেন না। তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের এতো ভয়। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের আর ডাক দেওয়া হবে না, যে আন্দোলন শুরু হয়ে গেছে তাই চলমান থাকবে। জনগণ জেগে উঠতে শুরু করেছে, দয়া করে বিদায় হও। অবিলম্বে পদত্যাগ করে ও সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দাও।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গোটা পৃথিবী এখন জানে বাংলাদেশে মানবাধিকার নেই। বাংলাদেশে আইনের শাসন নেই। দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সরকার জঘন্য মানবাধিকার লঙ্ঘনের কাজ করাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ ছিলেন একজন নির্ভিক সাহসী সৈনিক। তিনি দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার দেশ প্রেমিক নেতার ভূমিকা পালন করেছেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর