শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫


আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৪ : অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাঠিসোটা নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নীলক্ষেত মোড় দিয়ে ছাত্রদল নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় এফ আর রহমান হল থেকে লাঠি, স্ট্যাম্প ও রড নিয়ে এসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মারধরে টিকতে না পেরে ছাত্রদল নেতা-কর্মীরা নীলক্ষেত মোড়ে পিছু নেয়। এরপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, ‘ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ এফ রহমান ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আমাদের ওপর রড়-স্ট্যাম্প নিয়ে হামলা চালায়। এতে আমি ও আমাদের সাধারণ সম্পাদক আরিফুলসহ ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেঁটে গিয়েছে।’

তবে হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগ নেতারা। তারা উল্টো এর দায় চাপিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর