রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৭ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে সম্প্রতি গোলা নিক্ষেপের ঘটনাকে অনিচ্ছাকৃত ‘ভুল’ বলে দাবি করেছে মিয়ানমার। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশের ভূখণ্ডকে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে না।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লোটে প্যালেস হোটেলে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের কর্মসূচি নিয়ে জানাতেই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ওই এলাকার বর্ডারটা এমন যে, কখনো কখনো বোঝা মুশকিল। সেই কারণে তারা আমাদের সীমান্তের ভেতরে ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করছে না। আমাদের সীমান্তের ভেতরে যে এক-দুটি গোলা পড়েছে তা ভুলবশত পড়ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সতর্ক থাকবে। বাংলাদেশ পুরো সীমান্ত সিল করে দিয়েছে এবং নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবে না।
আব্দুল মোমেন বলেন, আমরা এখন খুব শক্ত অবস্থানে আছি, আমরা আমাদের সীমান্ত সিল করে দিয়েছি যাতে নতুন কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কিছু নতুন রোহিঙ্গা চীন এলাকায় চলে গেছে, আমাদের দিকে আসার সাহস করেনি।
বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।