শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় ভারত: বিদায়ী হাইকমিশনার


ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:০১ : পূর্বাহ্ণ

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ভারত। এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

গতকাল শনিবার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরো শক্তিশালী করতে ভারত সরকার প্রতিবেশী দেশ বাংলাদেশকে সব সময় সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মনের। আমি এতদিন এই দেশে ভালোভাবে দায়িত্ব পালন করেছি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর