শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ সেপ্টেম্বর, ২০২২ ১:২৮ : অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Rajnitisangbad Facebook Page

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। তাই সীমান্তে মিয়ানমারের মর্টারশেল ছোড়ার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হবে।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেয়া হবে।

আরও পড়ুন: সীমান্তে সকালেও গোলাগুলি, মর্টার হামলা

আজ সকালেও বান্দরবানের তুমব্রু সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গতকাল শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তে মর্টারশেল হামলায় অন্তত একজন নিহত হন। আর আহত হন অন্তত ৪ জন। এরপর থেকে ঘুমধুম সীমান্তে থম থমে অবস্থা বিরাজ করছে।

গত কয়েক দিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজমান। মাঝে মাঝেই মিয়ানমার থেকে মর্টারশেল ও গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর