নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩২ : অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর ছিল সিইসির।
সিইসির অনুপস্থিতিতে তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। তাকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে নির্বাচন কমিশন।
গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
এর সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।