বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

রাজধানীতে বিএনপির সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৫ : অপরাহ্ণ
বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীতে বিএনপির একটি সমাবেশকে ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ চলছে। এতে বিএনপির অনেক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর-৬ এলাকায় এ ঘটনা ঘটে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দলীয় তিন কর্মী নিহতের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।

বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর একটায় তাদেরকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

দুপুর ১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

রাজধানীতে বিএনপির সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষ
মিরপুরে বিএনপির সমাবেশে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, দুপুর একটার সময় সমাবেশ করার জন্য ডিসি সাহেব আমাদের অনুমতি দিয়েছেন। অনুমতি পাওয়ার পর আমাদের নেতা-কর্মীরা সমাবেশস্থলে মাইক ও অস্থায়ী স্টেজ বানানোর সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আওয়ামী লীগের হয়ে পুলিশ আমাদের লোকদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি বর্ষণ করে। এতে আমাদের অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এখন মিরপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর