রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

ফাঁসির আসামি হাইকোর্টে খালাস


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২২ ১:১৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গাজীপুরের জয়দেবপুরে করিমন নেছা হত্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম ওরফে কালুকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্ট বলেন, বিচারিক আদালত রায় দেয়ার ক্ষেত্রে সাক্ষীদের পর্যালোচনায় দ্বিধায় ছিলেন। এ জন্য সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রেও ভ্রান্ত ছিলেন বিচারিক আদালত।

হাইকোর্ট আরও বলেন, শুধু সন্দেহবশত কাউকে মৃত্যুদণ্ড দেয়া সমীচীন নয়। এ মামলায় ২০১৭ সালে কালুকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত।

১৯৯৯ সালে ১২ জানুয়ারি করিমন নেছা বোনের বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। পরে ২৫ জানুয়ারি দুপুরে চান্দপাড়া এলাকার একটি পুকুরের থেকে করিমন নেছার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ওই দিনই নিহতের ভাই সফি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর