শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২২ ২:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গাড়িচাপায় রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আবার নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।

তার সহপাঠীরা সোমবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

তারা স্লোগান তোলে- ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’

প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে।

ফার্মগেট এলাকায় সড়ক বন্ধ থাকার প্রভাব পুরো শহরে ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সড়কেও গাড়ির ধীর গতি ছিল। বাড্ডা সড়কেও গাড়ি চলেছে অনেক পর পর।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বেঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়।

শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা বিজয় সরণি মোড়ে বিক্ষোভ দেখিয়ে আবারও মিছিল নিয়ে ফার্মগেটে যায় এবং সেখানে বিক্ষোভ শুরু করে।

প্রসঙ্গত, গতকাল রোববার তেজগাঁও বিজি প্রেসের কাছে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মারা যায় বিজ্ঞান স্কুলের ছাত্র আলী হোসেন। পুলিশ জানিয়েছে, বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে সে দুর্ঘটনায় পড়ে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর