শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা হবে ২ ঘণ্টা



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২২ ১:২৮ : অপরাহ্ণ

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার সময় কমেছে। প্রতি বছর ৩ ঘণ্টা করে এসএসসি ও সমমানের পরীক্ষা হলেও এ বছর তা হবে ২ ঘণ্টার।

এ বছর পরীক্ষা শুরুর সময়ও পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে ১১টায়।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর ২ ঘণ্টার পরীক্ষার মধ্যে ২০ মিনিট হবে এমসিকিউ। আর ১ ঘণ্টা ৪০ মিনিট হবে সিকিউ।

এদিকে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত এবং প্রশ্নফাঁসের গুজবমুক্ত রাখতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৮৬ জন। এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। একইসঙ্গে মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি।

তবে এবার কমেছে পরীক্ষার সংখ্যা। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর