বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন: প্রক্টরকে তলব আদালতের


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২২ ৬:৫৭ : অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় করা মামলায় প্রক্টরকে তলব করেছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এক আসামির জামিন শুনানিতে এই আদেশ দেন।

আসামি নুর হোসেন শাওন হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র।

চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, আসামি নুর হোসেন শাওন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনায় হাটহাজারী থানায় দায়ের করা মামলার আসামি। তিনি কারাগারে আছেন। প্রক্টরের বক্তব্য নেওয়ার পর আদালত জামিন শুনানি করবেন। ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য রাখেন আদালত। ওই দিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছে।

গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতাশার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পাঁচজন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়। ওই সময় তার সাথে থাকা বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করে বখাটেরা। এ সময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এছাড়া ওই ছাত্রীকে একটু দূরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বলেও জানান ভুক্তভোগী।

এ ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গত ২২ জুলাই রাতে বিভিন্ন স্থান অভিযান চালিয়ে যৌন নির্যাতনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

তারা হলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো.আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালতে তাদের হাজির করা হলে ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর