রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২২ ২:৫১ : অপরাহ্ণ
কারো হাতে সন্তানের ছবি, কেউ বাবার ছবি নিয়ে দাঁড়িয়েছেন তপ্ত দুপুরে কড়া রোদে। ঘাম আর অশ্রু যেনো একাকার।
ফ্রেমবন্দি স্বজনকে বুকে নিয়ে তাদের রাস্তায় নামা এবারই প্রথম নয়। প্রিয়জনকে ফিরে পেতে অনেকের প্রতীক্ষা যুগ পেরিয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে এই মানববন্ধনে ভারাক্রান্তদের অনেকে এসেছেন দূরের জেলা থেকেও।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এই মানবন্ধনে অংশ নিয়েছেন নিখোঁজ স্বজনকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে।
দিন, মাস, বছর যায় কিন্তু পরিবারের প্রিয় মানুষটি কোথায়, কেমন আছেন তা জানেন না স্বজনরা। জীবিত না মৃত?- এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন দ্বারে দ্বারে।
গুম হওয়া স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় আসা পরিবারের সদস্যরা।
মানববন্ধনে তারা বলেন, নিখোঁজ মানুষটির কোনো অপরাধ থাকলে প্রচলিত আইনে তার বিচার হোক। তবুও স্বজনদের ফেরত পাওয়ার আকুতি তাদের।
গুমের শিকার পরিবারগুলোর বেশির ভাগ বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের স্বজন হলেও সরকারি দল আওয়ামী পরিবারের কয়েকজন এসেছিলেন স্বজনদের ফিরিয়ে দেয়ার আকুতি নিয়ে।
তাদের মধ্যে রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতির মা এসেছিলেন নিখোঁজ ছেলের ছবি বুকে নিয়ে।
তিনি অভিযোগ করেন, ২০১৭ সালে তার সন্তান গুম হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩০ বারেরও বেশি সাক্ষাৎ করেছেন, ছেলেকে ফিরে পাওয়ার আশ্বাস পেয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকেও।
তিনি জানান, ছেলের শোকে ওনার স্বামী মৃত্যু বরন করেছেন তিনি নিজেও মৃত্যুর সঙ্গে লড়ছেন। কেবল চোখ বোঝার আগে ছেলের মূখে মা ডাক শুনে যেতে চান তিনি।
গুমের শিকার পরিবারগুলোর সাথে একাত্বতা জানাতে মানববন্ধনে অংশ নেন মানবাধিকারকর্মীসহ রাজনীতিকরাও।
তাদের মধ্যে ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর।
গুম হওয়াদের বিষয়ে সরকার মিথ্যা তথ্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা।