সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

গুম-খুন, ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২২ ১:৪৫ : অপরাহ্ণ
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে আজ গুম-খুনের কথা বলা হয়, ভোট কারচুপির কথা বলা হয়। কিন্তু এদেশে গুম-খুন, ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান।’

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ সভাপতি বক্তব্যের শুরুতে ১৫ আগস্টের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় ১৫ আগস্ট বাবা মা হারানো যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে কাছে ডেকে নেন বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনা বলেন, ‘পরশ এদিকে আয়। পরে শেখ পরশ স্টেজে উঠে আসেন এবং ছোট ভাই তাপসকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে থাকেন।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে পরশ এখন বড় হয়ে গেছে। সেদিন ওদের মা দুইটা শিশুর কথা চিন্তা করেননি, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা যারা স্বজন হারিয়েছি আমরা তো বিচারও চাইতে পারিনি। বিচার চাওয়ার অধিকার রাখেনি। আজকে মানবাধিকারের কথা বলা হয়।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘১৫ আগস্ট শুধু আমাদের পারিবারিক ক্ষতি তা না, একটা জাতির জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।‌’

বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কী হয়েছিল ঢাকা শহরে, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনও ধার করে ঘি খাই না। আমাদের যে ঋণ তাতে আমরা কখনও কারো কাছে আটকে যাবো না। বাংলাদেশ সেই অবস্থায় নেই।’

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘যারা মানবাধিকারের কথা বলেন তাদের কাছে আমার প্রশ্ন, ছোট শেখ রাসেল কী অপরাধ করেছিল? তাকে কেন হত্যা করা হয়েছিল? আপনারা সেই খুনিদের আশ্রয় দিয়েছেন। বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলার আগে খুনিদেরকে অবিলম্বে ফেরত দিন।’ ‌

প্রধানমন্ত্রীর উদ্দেশে আতিক বলেন, ‘অবিলম্বে পলাতক খুনিদের দেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করুন। জাতির পিতার হত্যাকারীদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। হত্যার পেছনে যারা কুশীলব হিসেবে কাজ করেছে তাদেরকে খুঁজে বের করতে কমিশন গঠন করুন।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সাদেক খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর