শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

মোংলায় ইউপি সদস্যের বিরুদ্ধে দিনমজুরকে নির্যাতনের অভিযোগ


মোংলায় ইউপি সদস্যের নির্যাতনের শিকার দিনমুজুর ইব্রাহিম বকুল। ছবি: সংগৃহীত

প্রতিনিধি, মোংলা প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২২ ৫:৫১ : অপরাহ্ণ

মোংলায় ইউপি সদস্য ওয়াদুদ মল্লিকের বিরুদ্ধে ইব্রাহিম বকুল নামে এক দিনমুজুরকে মাছ চুরির অপবাদ দিয়ে রাতভর আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার সোনাইলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ পাওয়া গেছে, ইব্রাহিম বকুল সোনাইলতলা গ্রামে নিকটাত্মীয়র বাড়িতে নিমন্ত্রন খেয়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ইউপি সদস্য ও তার সহযোগীরা তাকে ধরে নিয়ে যায়।

জানা গেছে, ওই দিনমজুরকে প্রথম দফায় চিংড়ি ঘেরের বাসায় বেদম মারধর করা হয়। পরে ভোররাতে দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয় ওই ইউপি সদস্যের বাড়ির উঠানে। নির্যাতনের একপর্যায় দিনমজুর ইব্রাহিম সরদার অচেতন হয়ে পড়লে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার অবস্থায় গুরুত্বর হলে পুলিশ পাহারায় ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ ঘটনায় দিনমজুর ইব্রাহিম সরদারের স্ত্রী খাদিজা বেগম শনিবার দুপুরে মোংলা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনার বিষয় তার পরিবার ও প্রতিবেশীরা জানান, দিনমজুর ইব্রাহিম পরাজিত ইউপি সদস্য প্রার্থী জসিম উদ্দিন সরদারের পক্ষ নিয়ে বিগত নিবার্চনে কাজ করায় তার ওপর ক্ষুব্দ হয়ে মাছ চুরির অপবাদ তুলে নিযার্তন চালানো হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চিংড়ি ঘের মালিক স্থানীয় ওই ইউপি সদস্য।

এ বিষয় মোংলা থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, দিনজমুর ইব্রাহিমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর