নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ আগস্ট, ২০২২ ১১:০৩ : অপরাহ্ণ
হঠাৎ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি।
দীর্ঘ প্রায় আড়াই বছর পর আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এসে যে কক্ষটিতে কেন্দ্রীয় নেতারা বসেন সে কক্ষে বসেন সোহেল তাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য শাহবুদ্দিন ফরাজীসহ দলটির বিভিন্ন উপ কমিটির নেতা।
এ ছাড়া ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন সেখানে।
তবে এ সময় রাজনৈতিক বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানান ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক।
সাবেক এই ছাত্রলীগ নেতা জানান, সোহেল তাজ প্রায় আধা ঘণ্টা মতো সভাপতির কার্যালয়ে ছিলেন। নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্বাস্থ্য সচেতনতা বিষয়েও কিছু কথা বলেন। এছাড়া আগামী বুধবার আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার বিষয়েও কথা বলেন তিনি।