সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বেড়ে ১৯২



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ আগস্ট, ২০২২ ১২:০৫ : অপরাহ্ণ

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯২ টাকা ও ৫ লিটার ৯৪৫ টাকা, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৫ টাকা এবং খোলা পাম তেল লিটারপ্রতি ১৪৫ টাকায় বিক্রি হবে।

আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

এর আগে ডলারের মূল্য বৃদ্ধির কারণে সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠনটি।

প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

এ বছর বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ প্রতি লিটার ২০৫ টাকায় বিক্রি হয়েছিল, যা সম্প্রতি দুই দফায় ২০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলো। এর মধ্যে

সর্বশেষ গত ২১ জুলাই লিটারপ্রতি দর ১৪ টাকা কমানো হয়।

অবশ্য বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এখন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানিমূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

এরপর আজ সংগঠনটি বিজ্ঞপ্তি দিয়ে জানালো, বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর