বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বুধবার থেকে অফিস সকাল ৮টা-বিকেল ৩টা, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২ দিন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার।

আগামী বুধবার থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে, যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন নিয়মে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে।

অফিস সূচি পরিবর্তনের সিদ্ধান্তের কারণে দুইটা সুবিধা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, একটা হলো বিদ্যুৎ সাশ্রয় হবে, আরেকটা হলো ট্রাফিক জ্যামটাও কমবে।

এদিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোন কোন দিন ছুটি থাকবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, উনারা আদেশ জারি করবে।

ব্যাংকের সূচিও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এদিকে কৃষি জমিতে সেচ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর