শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ভারতে গিয়ে নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি, এটা ডাহা মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২২ ২:২৭ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
Rajnitisangbad Facebook Page

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে ধরনা দেয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে সেগুলোর কোনো ভিত্তি নেই।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে আমি তার ধারে কাছেও নাই। এগুলো ডাহা মিথ্যা।

আব্দুল মোমেন বলেন, ভারতে গিয়ে নির্বাচন নিয়ে বা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে-যে সব অভিযোগ করা হয়েছে এমন কোনো কথা আমি বলিনি।আমি স্থিতিশীলতার কথা বলেছি। সবদিকে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। আমি এগুলো নিয়ে কথা বলেছি।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর