নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২২ ১০:২৮ : পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে।
পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আজ দুপুরে অথবা বিকেলে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গত ১১ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ১৩ দিন চিকিৎসা শেষে ২৪ জুন তিনি বাসায় ফিরেন।
২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেয়া হয় তাকে।
এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।