রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কাবুলে নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২২ ১১:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আফগানিস্তানের রাজধানী কাবুলের খাইরখানা এলাকায় একটি মসজিদে বড় ধরনের এক বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণ হয়।

এখনো কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই মসজিদের ইমামও নিহতদের মধ্যে রয়েছেন। মসজিদে বিস্ফোরণের পরপরই কাবুলের উত্তরের এই মসজিদ এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তালেবানের একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ৩৫ জন হয়তো আহত বা নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের সময় আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে।

তালেবান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এর একজন মুখপাত্র।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের সময় মসজিদটিতে ঘটনার সময় অনেক মানুষ ছিল। দ্রুত ঘটনাস্থলে চলে আসে একাধিক অ্যাম্বুলেন্স।

কাবুলের এমার্জেন্সি হাসপাতালের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এখনও পর্যন্ত হাসপাতালে ২৭ জন আহতকে নিয়ে আসা হয়েছে। আহত হয়েছে সাত বছরের এক বালকও।

তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

কদিন আগেই এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন তালেবান নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি। ওই হামলার দায় স্বীকার করেছিলো ইসলামিক স্টেটের জিহাদিরা। এ মসজিদে হামলার ধরণ দেখেও সন্দেহ করা হচ্ছে, এর পেছনেও রয়েছে তারাই।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর