শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

রাজধানীতে গার্ডার দুর্ঘটনা: রুবেলের মরদেহের দাবিদার ৭ স্ত্রী


রুবেলের মরদেহের দাবিদার ৭ স্ত্রীর মধ্যে চারজন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২২ ৩:১০ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ মর্গে পাঠান হয়। সেখানে মরদেহ নিতে ভিড় করেন আত্মীয়স্বজনরা।

এখানেই ঘটে বিপত্তি। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা হৃদয়ের বাবা নিহত রুবেলের স্ত্রী হিসেবে দাবি করেছেন এখন পর্যন্ত ৭ জন।

রুবেলের প্রথম স্ত্রী মৃত। দ্বিতীয় স্ত্রীর নাম নার্গিস বেগম। তার একটি কন্যা সন্তান রয়েছে যার নাম নিপা।

তৃতীয় স্ত্রী রেহানার ছেলে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা হৃদয়। চতুর্থ স্ত্রী সাহিদাও সন্তানসহ এসেছেন মর্গে।

পঞ্চম স্ত্রী পারভিন পুষ্প গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি।

এছাড়াও খন্দকার বিউটি বেগম এবং সালমা আক্তার পুতুল নিহতের কত নং স্ত্রী তা নিশ্চিত নয়।

এর মধ্যে সালমা আক্তার পুতুল এই দুর্ঘটনার আগেই প্রতারণার মামলা করেছিলেন তার স্বামীর নামে।

আরও পড়ুন: ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়লো প্রাইভেটকারে, শিশুসহ ৫ যাত্রীর মৃত্যু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর