শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২২ ৮:১৯ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
Rajnitisangbad Facebook Page

সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনো তথ্য চায়নি বলে দেশটির রাষ্ট্রদূতের দেয়া বক্তব্যকে ‘অসত্য’ বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড) যা বলেছেন তা অসত্য বলেছেন। আজ আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব এ বিষয়ে বলেছেন। আমাকে এর আগেও বলেছেন তারা। তারা বাংলাদেশিদের টাকা সম্পর্কে সুইস ব্যাংকের কাছে তথ্য চেয়েছেন। কিন্তু তারা (সুইজারল্যান্ড) কোনো জবাব দেয়নি। আমি বলেছি, জনগণকে এটা জানিয়ে দিন আপনি। এভাবে অসত্য বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’

বিষয়টি নিয়ে ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করবে কিনা-এ প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘আগে আমাদের গভর্নর সাহেব এ বিষয়ে বিবৃতি দিক। সেগুলো আমরা জানি। অথবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। তারপর বলবো।

এর আগে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেন, ‘বাংলাদেশ সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে নির্দিষ্ট করে কারো সম্পর্কে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা নিয়ে কোনো তথ্য চায়নি। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়।’

বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে সুইস ব্যাংকে রাখা হচ্ছে এবং বাংলাদেশ সরকার এই পাচার করা অর্থের তথ্য সুইজারল্যান্ড সরকারের কাছে চেয়ে পাচ্ছে না-এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে নির্দিষ্ট করে কারো সম্পর্কে তথ্য চায়নি। সুইজারল্যান্ড সরকার সুইস ব্যাংকের ত্রুটি সংশোধন করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়।’

আরও পড়ুন: সুইস ব্যাংকে টাকার বিষয়ে কেন তথ্য চায় না সরকার, প্রশ্ন হাইকোর্টের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর