শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নেবে ৪০ জন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২২ ৭:১৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিস বিভাগে জনবল নিয়োগ দেবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদের সংখ্যা: ৪০।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হলে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করতে হবে।

অন্যান্য যোগ্যতা: দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। সময় ব্যবস্থাপনা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে।

বয়সসীমা: ২২-৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: কোনো এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস, গ্রাউন্ড সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ২৭০০০-৩৫০০০ টাকা। প্রথম ৬ মাসের প্রবেশন শেষে মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, বছরে দুইবার উৎসব ভাতা ও বছরে নির্দিষ্ট সংখ্যক বিনামূল্যে বিমানের টিকিট প্রদান করা হবে।

আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর