শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

৫-১১ বছরের শিশুদের টিকাদান শুরু ২৬ আগস্ট


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ আগস্ট, ২০২২ ১:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

৫-১১ বছরের শিশুদের টিকাদান শুরু হচ্ছে ২৬ আগস্ট থেকে। তবে ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে।

আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আজও ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ফাইজার বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে।

এর আগে গত ৩০ জুলাই শিশুদের দেয়ার জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে আসে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

দেশে ৫-১১ বছর বয়সী শিশুদের সংখ্যা চার কোটি ৪০ লাখ। এদের দেয়ার জন্য চার কোটি ১০ লাখ টিকার নিশ্চয়তা পেয়েছে স্বাস্থ্য বিভাগ। দুই ডোজ করে টিকা দিতে প্রয়োজন হবে আট কোটি ৮০ লাখ ডোজ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর