শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

অবশেষে বাড়লো বাস ভাড়া, কাল থেকে কার্যকর



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২২ ৯:৪৭ : অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে অবশেষে বাস ভাড়া বাড়ালো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে আড়াই টাকা হয়েছে।

অর্থাৎ দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ৪০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি বাস মালিক সমিতি। এ সময় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে ২.৫০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

আগামীকাল রোববার থেকে এ ভাড়া কার্যকর করা হবে।

আজ শনিবার রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে বাসভাড়া পুনঃনির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেল ৫টায় শুরু হয় বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

এরপর ব্রিফ করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর