শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

আইএমএফ থেকে ঋণ নিতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ফখরুল


রাজধানীর নয়া পল্টনে আয়োজিত ছাত্রদলের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২২ ৪:৫৩ : অপরাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে শর্তসাপেক্ষে ঋণ নিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার ছাত্রদল নেতা নুরে আলম মৃত্যুর প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত ছাত্রদলের সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে দিন এনে দিন খাওয়া মানুষের ওপর। সরকার রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে আসছে। এখন টান পড়ায় শর্তসাপেক্ষে আইএমএফ থেকে ঋণ নিচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটা ভয়ংকর প্রভাব ফেলবে সমগ্র দেশের অর্থনীতির ওপরে। এটা বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। সরকারের লুটপাটে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। একজন ভদ্র মহিলা আজকে বলেছেন, এটা (জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি) হচ্ছে- মড়ার উপর খাঁড়ার ঘা।’

মির্জা ফখরুল বলেন, ‘আর সময় নেই, এখন জেগে উঠতে হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। কঠোর আন্দোলন ও সরকার পতন ছাড়া এ অবস্থা থেকে মুক্তি মিলবে না।’

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিবিদদের মূল্য দেন না। আর বেশি সময় নেই। আওয়ামী লীগ নেতাদের জেলের ভেতরে বসে আঙুল চুষতে হবে।’

সমাবেশে বিএনপির সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা ছাত্রদল সভাপতি হত্যার বিচার দাবি করে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আবদুর রহিম, আহত হন নূরে আলমসহ অনেকে। গুলিবিদ্ধ নুরে আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর