প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২২ ৫:০২ : অপরাহ্ণ
সিলেটের ওসমানী নগর উপজেলার একটি বাসা থেকে অচেতন অবস্থায় একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে।
বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুজন হলেন-রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)।
আর অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।
তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, ওই পরিবারটি প্রায় ৩০-৩৫ বছর ধরে যুক্তরাজ্য প্রবাসী। গত ১২ জুলাই তারা ঢাকায় ফেরে। ১৮ তারিখ ঢাকা থেকে সিলেটে আসে। তাদের গ্রামের বাড়ি ওসমানী নগরের দিরায়তে। ভালো আবাসিক ব্যবস্থা পেতে বাড়ি থেকে ৭-৮ কিলোমিটার দূরে তাজপুরে বাসা ভাড়া নেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই বাড়ির এক রুমে রফিকুল ইসলাম ও তার স্ত্রী-পুত্রসহ পাঁচজন রাতে ঘুমিয়েছিলেন। আরেক রুমে তার শ্বশুর-শাশুড়ি ও শ্যালকসহ ৪-৫ জন ঘুমিয়েছিলেন। সকালে রফিকুলদের অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-তে কল করা হয়। পরে দুপুর ১২টায় পুলিশ এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডি ঘটনাটি তদন্ত শুরু করছে বলে জানা গেছে।