মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

লোডশেডিংয়ের প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২২ ৬:১৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিদ্যুৎ সংকট এবং এ খাতে দুর্নীতির প্রতিবাদে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী ২৯ ও ৩০ জুলাই রাজধানীতে এবং ৩১ জুলাই দেশের সব জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করবে দলটি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই সরকার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে এই সমস্যাকে জটিল করে তুলেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ নেয়নি। কারণ তাতে বিদেশ থেকে গ্যাস আমদানি করা যাবে না। আর সেটা না করার মূল লক্ষ্য হচ্ছে চুরি এবং সরকারের নিজস্ব ব্যবসায়ীদের দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ করে দেয়া।

বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।

লোডশেডিং, জ্বালানি, গ্যাসসহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জাতির সামনে শিগগিরই তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

এ সময় মির্জা ফখরুল বলেন, সিইসি যাই বলুন না কেন, সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকারের নির্দেশ অমান্য করার ক্ষমতা ইসির নেই।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর