রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২২ ১:৪১ : অপরাহ্ণ
দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাহুল গান্ধী। এরপরই পুলিশ তাকে ধরে নিয়ে বাসে তুলেন। সঙ্গে আরও কয়েকজন এমপিকেও আটক করা হয়।
পুলিশের হাতে আটক হওয়ার আগে মোদি সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ভারতের কিং।
মন্তব্য করুন