সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর প্রথম জানাজা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২২ ১১:২২ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তার মরদেহ এখন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে গাইবান্ধার সাঘাটায়।

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে আজ সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায়।

বিমানবন্দর থেকে তার মরদেহ সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। এরপর মরদেহ নেওয়া হয় জাতীয় ঈদগাহে। সেখানে জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর