নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২২ ৩:২৭ : অপরাহ্ণ
জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে আজ মঙ্গলবার থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের পাঁচটি সার্কেলে দৈনিক এলাকাভিত্তিক এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার শিডিউল চূড়ান্ত করেছে পিডিবি চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চল।
পাঁচটি সার্কেল হলো-চট্টমেট্টো পূর্ব (পাথরঘাটা, স্টেডিয়াম, ষোলশহর, কালুরঘাট, বাকলিয়া, মাদারবাড়ি), চট্টমেট্রো পশ্চিম (আগ্রাবাদ, হালিশহর, পাহাড়তলী, খুলশী, রামপুর, নিউমুরিং), চট্টমেট্রো উত্তর (পটিয়া, কক্সবাজার, মোহরা, বাড়বকুণ্ড), চট্টমেট্রো দক্ষিণ (সাতকানিয়া, দোহাজারী, রামু, লামা, চকরিয়া, কুতুবদিয়া) এবং রাঙামাটি (মানিকছড়ি, বেতবুনিয়া, রামগড়, কাপ্তাই, মাটিরাঙ্গা, মহালছড়ি, দিঘিনালা, মারিশ্ব্যা, রোয়াংছড়ি, পানছড়ি, রুমা, থানচি)
কোন এলাকায় কখন লোডশেডিং হবে, সেই তালিকা বিপিডিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে ‘বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের লোডশেডিং শিডিউল’ নামের লিংকে ক্লিক করলেই সময়সূচি জানা যাবে।
চট্টগ্রামের পাঁচটি সার্কেলের এলাকাভিত্তিক লোডশেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন