নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১১ জুলাই, ২০২২ ৮:৫২ : অপরাহ্ণ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আরও কমপক্ষে আটজন আহত হয়েছেন। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
আজ সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্দনাইশ থেকে পটিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।
পটিয়া ফায়ার স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা জানান, আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে ছয়জনের মরদেহ বের করেছি। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা।
আরও পড়ুন: ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এলেন মার্কিন তরুণী