রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ জুলাই, ২০২২ ২:১০ : অপরাহ্ণ
সারাদেশজুড়ে যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে পালিত হচ্ছে ঈদুল আযহা। জাতীয় দলের ক্রিকেটাররা ঈদ উদযাপন করছেন দেশ থেকে হাজার মাইল দূরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। আজ থেকেই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিশনে নামবে তামিম-মাহমুদউল্লাহরা।
তবে এই সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে বসেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সঙ্গে ভক্তদের জন্য ঘোষণা দিয়েছেন এক আকর্ষণীয় উপহারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান এই বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হয়েছেন আপনি।
ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদ উল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে!’
এরপর সাকিব লিখেছেন, ‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করবো, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিবো।’
আগামী ১৭ জুলাই বিকেল পাঁচটার মধ্যে সাকিবের ঈদের শুভেচ্ছা জানানো পোস্টে কমেন্ট করতে হবে। শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’