রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জুলাই, ২০২২ ২:৩৩ : অপরাহ্ণ
বিপর্যয়কর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কার হাজার হাজার বিক্ষোভকারী পুলিশি প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েছেন। বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে টিকতে না পেরে বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
সামরিক বাহিনীর একটি উচ্চ পর্যায় থেকে বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভি।
আজ শনিবার রাজধানী কলম্বোতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। এর এক পর্যায়ে বিক্ষোভ থেকে প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে যাত্রা করেন তারা। এ সময় পুলিশি প্রতিবন্ধকতা সরিয়ে প্রেসিডেন্ট গোটাবায়ার বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীর সেনা পাহাড়া ভেঙে বাসভনের ভেতরে ঢুকে পড়ে। তাদের দমাতে সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়ে।
সরকারবিরোধী টানা বিক্ষোভ চলছে দেশটিতে। ছাত্র–জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশ নিতে প্রচুর মানুষ রাজধানী কলম্বোতে ঢুকে পড়েছে।
আজ শনিবার বড় একটি বিক্ষোভের ডাক দেন সরকারবিরোধীরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছিলেন। অন্যদিকে এই বিক্ষোভ দমাতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে শুক্রবার কলম্বো ও কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলার ঘোষণা দেয় পুলিশ। এ সময় সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এ কারফিউতেও শেষ রক্ষা হলো না।
শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। জ্বালানি তেলের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট। এছাড়া বৈদেশিক রিজার্ভেও ধস নেমেছে। ফলে আমদানি করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ পণ্যদ্রব্য।
অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে বিক্ষোভকারীরা। ফলে বিক্ষোভকারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপরই ঘটলো এ ঘটনা।
এদিকে বিরোধী দল, অধিকারকর্মী এবং বার অ্যাসোসিয়েশন পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার পরে পুলিশ শুক্রবার জারি করা কারফিউ আদেশ প্রত্যাহার করে নিয়েছে।