শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

টাঙ্গাইলে বাস ও অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জুলাই, ২০২২ ১০:০১ : পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-জামলপুর জেলা সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।

জানা যায়, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এসকে জননী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫-৭৫৩) যাত্রীবিহীন বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুর সদর উপজেলায় যাচ্ছিলো।

রাস্তা ফাঁকা পেয়ে বাসের বেপরোয়া গতিতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম মারা যান। গুরুতর অবস্থায় মৃদুল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার ওসি চান মিয়া বলেন, ঘাতক বাস ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এদিকে ঈদের আগের দিন এ মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর