শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জুলাই, ২০২২ ১০:৪৬ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজ শনিবার মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন মুসলিমরা।

ফজরের নামাজের পর সৌদি আরবের মুজদালিফা থেকে মিনায় যাচ্ছেন হাজিরা। শয়তানকে পাথর ছোড়ার পর, পশু কোরবানি দেবেন তারা। এরপর মক্কায় ফিরে, হাজরে আসওয়াদ থেকে শেষবারের মতো তাওয়াফ করবেন হাজিরা।

বিশ্বের সব মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শুক্রবার জিলহজ মাসের নবম দিনে আরাফাত ময়দানে সম্পন্ন হয়েছে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মিলনমেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

নিয়ম অনুসারে পরদিন জামারাতে শয়তানের প্রতীকে পাথর ছুড়ে, তারপর পশু কোরবানি করে ঈদ উদযাপন করেন হাজিরা এবং সেই সঙ্গে সৌদি আরবসহ বেশির ভাগ মুসলিম দেশ।

তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে ঐতিহ্য অনুযায়ী ঈদ উদযাপিত হবে এক দিন পর।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আযহা।

চাঁদ দেখা সাপেক্ষে গত ২৯ জুন সৌদি আরবের সুপ্রিম কোর্ট ৯ জুলাই ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ উদযাপিত হয় প্রায় সব দেশে।

মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর এই বৃহৎ ধর্মীয় উৎসব বাংলাদেশে উদযাপিত হবে আগামীকাল রোববার।

সূত্র: গালফ নিউজ ও খালিজ টাইমস।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর