শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ভাষণ দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে গুলি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ জুলাই, ২০২২ ১০:০৫ : পূর্বাহ্ণ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে
Rajnitisangbad Facebook Page

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপানের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচারাভিযানে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ভাষণ দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে গুলি
বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের অপর একটি সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস বলছে, শিনজো আবে অবস্থা গুরুতর। তাকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন তিনি অজ্ঞান ছিলেন। তার বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।

অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

৬৭ বছর বয়সী শিনজো আবে সে সময় জানিয়েছিলেন, অসুস্থতার কারণে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর