শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৩ জুলাই, ২০২২ ৯:৪৯ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শনিবার) একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জন নগরীর ও ৫ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার চট্টগ্রামে ৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ সময় কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৭৩০ জন। বাকি ৩৪ হাজার ৬২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৪ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর