রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জুলাই, ২০২২ ১০:১৭ : পূর্বাহ্ণ
রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ষষ্ঠবার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শ্রদ্ধা নিবেদন শেষে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, হামলায় আমাদের দেশের সাতজন নাগরিক মারা গেছেন। তারা ঢাকা মেট্রো লাইন-১ প্রজেক্টে কাজ করতেন। আমরা তাদের ভুলব না। ওইদিনের ঘটনাও ভুলব না।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা এ ঘটনায় খুবই ব্যথিত। আমাদের উচিত যৌথভাবে এসব ঘটনা মোকাবিলা করা যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।
প্রসঙ্গত, ২০১৬ সালের এই দিনে রেস্তোরাঁয় অস্ত্রের মুখে জঙ্গিরা দেশি–বিদেশি নাগরিকদের জিম্মি করে। সেদিন তাদের হামলায় দুই পুলিশ সদস্যসহ দেশি–বিদেশি ২০ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালীয়, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় ছিলেন। এর বাইরে জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।