শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের সময় ৩৭ বাংলাদেশি আটক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জুলাই, ২০২২ ১০:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক করেছে মালয়শিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। এসময় চার ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

সংস্থাটির বরাত দিয়ে শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে করা হয়। নৌকায় করে মানবপাচারের অভিযোগে এসময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।

মেলাকা ও নেগ্রি সেম্বিলান অঞ্চলের এমএমইএ পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, ‘গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পায়।’

ক্যাপ্টেন ইস্কান্দার আরও বলেন, ‘নৌকায় ৪ ইন্দোনেশিয়ান ছিলেন। তারাও পরিচয়পত্র দিতে ব্যর্থ হন। পরে নৌকায় থাকা ৪১ জনকে এমএমইএ জেটিতে নিয়ে গিয়ে আটক করা হয়।’

তিনি আরও জানান, এই ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তার তদন্ত চলছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর