রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জুলাই, ২০২২ ২:০৭ : অপরাহ্ণ
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।
একটি টেলিভিশন বিতর্কে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিকর কথা বলেন বিজেপির সাবেক সর্বভারতীয় এ মুখপাত্র। এর জেরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তীব্র ক্ষোভ দেখা দেয়।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারক বলেন, ‘আমরা ওই শোটি দেখেছি। যেভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে একজন আইনজীবী হয়ে, যা করেছেন তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’
নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার এজাহার দিল্লিতে স্থানান্তর করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি।
তার আইনজীবী আদালতকে বলেন, ‘নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।’
এ সময় বিচারপতি বলেন, ‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির পরিস্থিতি তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার জন্য দায়ী একা এই মহিলা।’
তখন নূপুরের আইনজীবী বলেন, ‘তিনি শুধু টেলিভিশন বিতর্কের উপস্থাপকের প্রশ্নের জবাব দিয়েছেন।’
তখন বিচারক বলেন, ‘তাহলে উপস্থাপকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল।’